সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ বাগদার তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ ফেব্রুয়ারি: কৃষাণ মান্ডির জমি দখল করে চরা দামে বিক্রি ও অবৈধ নির্মাণের অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি সনজিৎ সর্দারের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলে বাগদার বিডিও’র কাছে অভিযোগ জানায় বিজেপির প্রক্তন বিধায়ক দুলাল বর। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার কৃষিমান্ডি চত্বরের। অবৈধ নির্মাণ হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে দাবি তৃণমূলের জেলা সভাপতির।

স্থানীয় সূত্রের খবর, বাগদা কৃষিমান্ডির সামনে পিডব্লিউডি’র জায়গা জবরদখল করে অবৈধ নির্মাণ করে তা চড়া দামে বিক্রি করছে বাগদার অঞ্চল সভাপতি সনজিৎ সর্দার। নাম না করে বাগদার অঞ্চল সভাপতির বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলে বাগদার বিডিও’র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বাগদার প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বর। তিনি বলেন, বাগদা কৃষিমান্ডির সামনে আগেও জমি দখল করে চড়া দামে জমি বিক্রি করেছে অঞ্চল সভাপতি। আইএনটিটিইউসি পার্টি অফিসও বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছেন দুলাল বর। এবার ১ কাঠা জায়গার ওপরে কংক্রিটের নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ করেন তিনি। এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরূদ্ধে আইনঅনুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিডিও’র কাছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে নির্মাণ কাজ চলছে। ক্যামেরা দেখতেই নির্মাণ কাজ বন্ধ করে করে গা ঢাকা দেওয়া চেষ্টা করে কর্মীরা। এরপর বন্ধ করে দেওয়া হয় শাটার। কাদের নির্দেশে নির্মাণ কাজ চলছে সে প্রসঙ্গে মুখ খুলতে চায়নি কর্মরত ব্যক্তিরা।

এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। যদি অঞ্চল সভাপতি এই ধরনের কাজ করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, তৃণমূলের হার্মাদ বাহিনীরা বেকার যুবক যুবতীদের পাওয়া চাকরি বেচে খেয়ে নিচ্ছে, এ আর এমন কি? এদের একটাই কাজ সাধারণ মানুষকে লুটেপুটে খাওয়া।

বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি সরকারি জায়গা দখল করা হয়ে থাকে, তাহলে আমি ভিডিও, এসডিও ও ডিএমের সঙ্গে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নিতে অনুরোধ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *