জয় লাহা, দুর্গাপুর, ৩ সেপ্টম্বর: এক রেলযাত্রীর কাছে উদ্ধার হল নগদ ৩৬ লক্ষ টাকা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশনে। আটক রেলযাত্রীকে অন্ডাল জিআরপির হাতে তুলে দেয় রেলপুলিশ।
অন্ডাল জিআরপি সুত্রে জানা গেছে, ধৃত রেলযাত্রীর নাম মূলচাঁদ, মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। শুক্রবার মূলচাঁদ মুম্বই মেলে হাওড়া যাচ্ছিলেন। মাঝপথে দুর্গাপুর স্টেশনে তিনি ট্রেন থেকে নেমে যান। চার নম্বর প্লাটফর্মে ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় কর্মরত আরপিএফ জাওয়ানদের। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ আরও বেড়ে যায় রেলপুলিশের। তারপরই ব্যাগ তল্লাশি শুরু করে।
তল্লাশির সময় তার ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৩৬ লক্ষ টাকা। কি কারনে এত টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন সেই ব্যাপারে কোনও সদুত্তর না পাওয়ায় মূলচাঁদ-কে গ্রেফতার করে অন্ডাল জিআরপি পুলিশ। শনিবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। অন্ডাল জিআরপি ওসি সুজন ঘোষ জানিয়েছে, নগদ ৩৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হওয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
একই দিনে শুক্রবার অগ্নিবিনা এক্সপ্রেসে এক চোর ধরা পড়েছে। ধৃতের নাম বারুদ মল্লিক। অন্ডাল জিআরপি সুত্রে জানা গেছে, তার কাছ থেকে চুরি যাওয়া একজনের অ্যাকাডেমিক সার্টিফিকেটসহ ব্যাগ উদ্ধার হয়েছে। শনিবার তাকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।