আমাদের ভারত, নদিয়া, ১৯ জুলাই: মানসিক অবসাদে পরিতক্ত গোয়াল ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল নদিয়ার ফুলিয়ার মাঠপাড়ার বাসিন্দা বাদল বসাক।
ছেলে রূপম বসাক, সবেমাত্র আইটিআই’তে ভর্তি হয়েছে। সামনের পরীক্ষার জন্য প্রায় কুড়ি হাজার টাকা লাগবে, এই চিন্তাই গ্রাস করছিল বাদল বসাককে। অন্যদিকে সংসার চালাতে গিয়ে খেতে হচ্ছিল হিমশিম। বেশ কিছুদিন ধরেই এই ধরনের সমস্যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শুক্রবার সকাল ৫:৩০ নাগাদ পরিবারের সদস্যরা জানতে পারেন পাশের একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরের ভেতরে তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ দিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, তার একার উপরেই সংসারের বোঝা ছিল। কোনো রকম তাঁত বুনে বাড়ির চার সদস্যর মুখে অন্ন তুলে দিতেন ৫৬ বছর বয়সি ওই ব্যক্তি। এবার তাঁতের বাজার মন্দা হওয়ায় দৈনন্দিন রোজগার কমে যাওয়ায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
প্রতিবেশীদের দাবি, এখন মৃত্যুর ক্রিয়াকাজ কিভাবে সারবেন সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বাড়িতে যে রোজগারে আর কেউ নেই বললেই চলে। শুক্রবার দুপুরে মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। তবে বাদলবাবুর অকাল মৃত্যুতে এখন দিশেহারা তার পরিবার।

