নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জুন: ব্যবহার পরিবর্তন কুরুক, না হলে সময় খুব খারাপ আসছে। দলের বিধায়ক সবসাচী দত্তর উপর আক্রমনের ঘটনায় এই ভাষাতেই তৃণমূলকে সাবধান বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,আমরা ভেবেছিলাম তৃণমূল তার ব্যাবহার পরিবর্তন করেছে। কিন্তু দেখছি তা করেনি। আমাদের দলের যুবকরা যদি এরপর পাল্টা দিতে শুরু করে তখন তৃণমূল ঠেকাতে পারবে না। এমনকি পুলিশও ঠেকাতে পারবে না বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
তিনি বলেন, কয়েকজন গুন্ডা সব্যসাচী দত্তর উপর আক্রমন করল। রবিবার পুলিশ বাগদার বিজেপি বিধায়ক দুলাল বরকে হেনস্তা করেছে। তৃণমূলের নৈতিক অধ:পতন ঘটেছে। তাই বারবার আমাদের দলের কর্মীদের উপর আক্রমন করছে। এভাবে আক্রমন করে বিজেপি কর্মীদের আটকাতে পারবে না বলেও রাজ্যের শাসক দলের কর্মীদের বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Hare krishna