আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ নভেম্বর: ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে কাকদ্বীপের রামগোপাপালপুরে উত্তেজনা ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের মধ্যে চাপান উতর শুরু হয়ে যায়। উত্তেজনা প্রশমনে মঙ্গলবার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে উভয়পক্ষকে নিয়ে প্রাশাসনিক বৈঠক করে ঢোলাহাট থানার পুলিশ। প্রাশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ঢোলাহাট থানার ওসি অনিন্দ্য মুখার্জি সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।
সূত্রের খবর, ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বকে নিয়ে বিতর্কিত পোস্ট করা হয়। এই পোস্টের পিছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি তৃণমূলের। এ নিয়েই কার্যত এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। গত দুদিন ধরেই এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল এই ঘটনায়। এলাকার পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয় পুলিশ প্রশাসন। আর তার জেরেই উত্তেজনা ছড়ায়। উত্তেজনা প্রশমনে আজকের বৈঠক করা হয়েছে।