সাথী প্রামানিক, আমাদের ভারত, পুরুলিয়া, ১৪ এপ্রিল: লজডাউনের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে হালখাতার পুজো দিলেন পুরুলিয়ার ব্যবসায়ীরা। তবে সংখ্যাটা ছিল নিতান্তই হাতেগোনা। ক্ষতির মুখে পড়েও সরকারি নির্দেশিকা ও সামগ্রিক পরিস্থিতি কথা বিবেচনা করে ভক্ত ও পুজো করতে আসা মানুষজনের সংখ্যা কম চাইছেন পুরোহিতরা। কার্যত নম: নম: করে পুজো অনুষ্ঠিত হয় মন্দিরে, হচ্ছে নিত্য পূজাও।
পুরুলিয়ার অন্যতম চকবাজারের গণেশ মন্দির। যেখানে হালখাতার পুজো করানোর জন্য পড়তো লম্বা লাইন। হাজার হাজার ব্যবসায়ী তাদের অর্ঘ্য নিবেদন করে পুজো দিতে ভোর থেকে লাইন দিতেন সেখানে। করোনার প্রকোপে যেন তা ফিকে হয়েছে। কয়েকজন পুজো দিলেন সামাজিক দূরত্ব বজায় রেখে।