আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর:
খেলার সময় কুয়োতে পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। বাবা-মা ধান কাটার জন্য মাঠে থাকার সময় শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রামচন্দ্রপুর গ্রামে।
সেখানকার বাসিন্দা গৌতম বেরা যমজ দুই ছেলেকে বুধবার বিকেলে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে চাষের কাজে মাঠে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে বড় ছেলে সঞ্জয়কে দেখতে পেলেও সাত বছরের ছোট ছেলে সুজয়ের দেখা পায়নি। এরপর সুজয়ের খোঁজ শুরু করেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পরে রাতে বাড়ি থেকে কিছুটা দূরে চাষের কাজের জন্য খোলা একটি কুঁয়োতে সুজিতের মৃত দেহ ভাসতে দেখে। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ এসে রাতে সুজয়ের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পুলিশের প্রথমিক অনুমান কুয়োর পাশে খেলার সময় পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।