আমাদের ভারত, ১০ নভেম্বর:বিহার নির্বাচনী প্রচারে এসে তেজস্বী যাদবকে জঙ্গল রাজের যুবরাজ বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। আর আজ ভোটের ফলাফলের আসতেই “যুবরাজ” হাতিয়ারেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিহারের ফলাফল তাদের দিকে আসতেই তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি বাবুল সুপ্রিয়। উচ্ছ্বসিত বাবুল এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের নাম উল্লেখ না করেই জোরালো তোপ দেখেছেন। তিনি লিখেছেন আরোও এক যুবককে যুবরাজেরও এবার সময় শেষ। তারপরই তিনি লিখেছেন তিনি বাংলার।
Bihar results made One thing very clear•Two so-called YUVRAJs, with Jail & Bail as their past present (& maybe future too), hv been rejected by the mass👎🏽Come 2021 & it will be ‘Time Up’ for another YUVRAJ – That of Bengal ! @AmitShah @JPNadda @BJP4India @BJP4Bihar @BJP4Bengal
— Babul Supriyo (@SuPriyoBabul) November 10, 2020
রাহুল ও তেজস্বীকে জেল বেলের যুবরাজ বলেছেন বাবুল তার পোস্টে। অন্যদিকে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের মতো কটাক্ষ করেছেন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি লিখেছেন বিহারের ফলাফলে একটাবার্তা স্পষ্ট হয়ে গিয়েছে, যে দুজন যুবরাজ যাদের সঙ্গে জেল বেলের যোগ রয়েছে তাদের মানুষ প্রত্যাখ্যান করেছেন। তেজস্বী ও রাহুলের বিরুদ্ধে একাধিক মামলা বিষয়কে এখানে তুলে ধরতে চেয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি আরো লিখেছেন ২০২১-এ আরোও এক যুবরাজের সময় ঘনিয়ে আসছে তিনি বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর মাত্র হাতে গোনা কয়েকটা মাস বাদেই বাংলায় ভোট। সেই ভোটে বিহারের ফলের প্রভাব খাটাতে আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করেছে বিজেপি। আর বাবুলের এই “যুবরাজ” তোপ তারই প্রমাণ।