স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ নভেম্বর: করিমপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী জয় প্রকাশ মজুমদারের সমর্থনে প্রচার সারলেন বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়। শনিবার দুপুরে হুড খোলা গাড়িতে চেপে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন আসানসোলের সাংসদ। সাথে ছিলেন অগ্নিমিত্রা পল।
প্রচার শেষে বাবুল সুপ্রিয় আশা প্রকাশ করেন, মানুষ ভোট দিতে পারলে জয় প্রকাশ মজুমদারের জয় নিশ্চিত।পাশাপাশি তিনি অভিযোগ করেন, নিজেদের সরকার ক্ষমতায় থাকলেও করিমপুরবাসীর জন্য কোনো কাজ করেননি প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে কৃষ্ণনগর লোকসভার সংসদ মহুয়া মৈত্র। রাস্তাঘাটের অবস্থা খারাপ। এখানে এত সবজি হলেও ঠাণ্ডা ঘরে রাখবার কোনও ব্যাবস্থা নেই। কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব মানুষকে ভোট দিতে দেওয়া। মানুষকে ভোট দিতে হবে। মানুষ ভোট দিলে বিজেপিই জিতবে।