নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ আগস্ট: সম্পর্কের অবনতির মাঝেই জন্মদিনে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বাবুল সুপ্রিয়র। শনিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্মদিন। সকাল থেকেই বহু দলীয় কর্মী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তারমধ্যেই ট্যুইট করে শুভেচ্ছা জানালেন আসানসোলের বিজেপি সাংসদ। তিনি ট্যুইটে জানিয়েছেন দিলীপদা জন্মদিনে তোমাকে অনেক শুভেচ্ছা। সুস্থ থেকো, অনেক ভালো থেকো। এই কমানাই করি ঈশ্বরের কাছে।
বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের সমম্পর্কের রসায়ন বিজেপিতে সবাই জানেন। দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন আসানসোলের সাংসদ। সদ্য দিল্লিতে দলের বৈঠকে দিলীপ ঘোষের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এমনকি তাঁর নিজের বাংলোয় সাংসদের ভোজে দিলীপ ঘোষকে আমন্ত্রন জানাননি তিনি। কিন্তুু জন্মদিনে দলের রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না বাবুল সুপ্রিয়।

