নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ ডিসেম্বর:
মুখ্যমন্ত্রী কাকা ছিছি স্লোগানকে এবার কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো। তিনি বলেন, কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগান দারুন হিট। মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডে গিয়েও নিশ্চই তার হিট স্লোগান কা কা ছি ছি শোনাবেন। ঝাড়খন্ডে গিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী ঐক্য গড়ে তুলতে এই স্লোগানকে হাতিয়ার করবে বলে সোমবার আইসিসিআর- এ জানান বাবুল সুপ্রিয়।
পাশাপাশি তিনি এও বলেন, ঝাড়ভন্ড থেকেও গুন্ডা আনার জন্য মুখ্যমন্ত্রী নিজে কথা বলে আসবেন। কারণ মুখ্যমন্ত্রী সবসময় অভিযোগ করেন ঝাড়খন্ড থেকে এ রাজ্যে গুন্ডা নিয়ে আসছে বিজেপি। তবে এখন আর বিজেপি ঝাড়খন্ডে নেই। তাই মুখ্যমন্ত্রী এবার নিজের দলের জন্য গুন্ডা নিয়ে আসার সুযোগ পাবেন বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন আসানসোলের সাংসদ।
যদিও মুখ্যমন্ত্রীর অতীতে বিজেপির বিরুদ্ধে গুন্ডা তত্বকে খারিজ করেন তিনি। বাবুল সুপ্রিয় বলেন, আসানশোলের পুরভোটে তৃণমূল গুন্ডা নিয়ে এসেছিল। তার ছবিও ধরা পড়েছে। কিন্তু সুযোগ পেলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমন করেছেন বলে জানান বাবুল সুপ্রিয়।