অন্ডালে ব্রাউনসুগার সহ ধৃত বীরভুমের কাঁকরতলার বাবর  

জয় লাহা, দুর্গাপুর, ১৮ জুলাই: ফের খনি অঞ্চলে সক্রিয় মাদক কারবারীরা। পাচার করতে এসে পুলিশের জালে মাদকসহ ধরা পড়ল এক পাচারকারী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে অন্ডালের বাঁকোলা এলাকায়। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম সেখ বদরুদ্দীন ওরফে বাবর বীরভুমের কাঁকরতলার বাসিন্দা। শনিবার রাত ১২টা নাগাদ অন্ডালের বাঁকোলা শ্মশান এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গোপনসুত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেওয়া হয়। তখনই তাকে গ্রেফতার করা হয়। ২২ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার হয়েছে। ওই এলাকায় সম্ভবত কাউকে বিক্রির জন্য এসেছিল। আটক করা হয়েছে তার মোটরবাইকটিও। রবিবার ধৃত বদরুদ্দীনকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে, ধৃত পাচারকারী অন্ডাল রানীগঞ্জ খনি অঞ্চলে মাদক পাচার করত।

উল্লেখ্য, গত সপ্তাহে কাজোড়া পদ্মাবতী মন্দির এলাকায় মাদকদ্রব্যসহ এক যুবক গ্রেফতার করে পুলিশ। তার কাছে ২৩ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার করে। তারপর এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে খনি অঞ্চলে মাদককারীরা কি সক্রিয়? যদিও পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে ধৃত যুবকের সঙ্গে এদিনের ধৃত পাচারকারীর একটা যোগসুত্র রয়েছে বলে অনুমান। তবে এই মাদকপাচার চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *