আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৭ সেপ্টেম্বর:
করোনা আবহে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলে জাঁকজমক বাদ দিয়েই হচ্ছে চলতি বছরের বিশ্বকর্মা পুজো। ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রশাসনের নির্দেশে জুটমিলগুলির মধ্যে বিশ্বকর্মা পুজো হল খোলা মেলা পরিবেশ বজায় রেখে, জাঁকজমক আড়ম্বড় বাদ দিয়ে।
প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জুটমিলের মধ্যে মহা ধুমধাম করে পুজো করেন শ্রমিকরা। তবে এবছর প্রশাসনের নির্দেশ ছিল পুজো করলেও যাতে পুজোর প্যান্ডেলে শ্রমিকরা ভিড় না করেন। প্রশাসনের সেই নির্দেশ মেনেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জুটমিল সহ নানান কলকারখানায় বিশ্বকর্মা পুজো হল ছোট করেই। বেশিরভাগ জুটমিলে পুজো উপলক্ষে যাতে ভিড় না করে শ্রমিক পরিবারের সদস্যরা, সেই কারনে শ্রমিকদের পরিবারকে এবছর কারখানায় আমন্ত্রণ জানানো হয়নি। এবছরও জুটমিলের ভেতরে প্যান্ডেল করে হচ্ছে বাবা বিশ্বকর্মার আরাধনা, তবে এবছর কারখানায় শ্রমিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে কারখানার ভেতরের উৎসব অনুষ্ঠান।