ইতিহাস না জেনে সনাতন ধর্মকেও অপমান, উদয়নিধির শিরোচ্ছেদ করলে ১০ কোটি টাকা পুরস্কার ঘোষণা অযোধ্যার মহন্তের

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন। এই ঘটনায় স্ট্যালিন পুত্রকে হুঁশিয়ারি দিয়েছেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। হয় নিজে উদয়নিধির শিরোচ্ছেদ করবেন নাহলে এই কাজ কেউ করলে তাকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন মহন্ত।

মঙ্গলবার অযোধ্যার মহন্ত জানান, যদি ১০ কোটিতে কাজ না হয় তবে উদয়নিধিরর মাথা কাটার জন্য পুরস্কার মূল্য বাড়াতেও রাজি আছেন তিনি। পরমহংস আচার্যের বক্তব্য, সনাতন ধর্মের ইতিহাস না পড়ে মন্তব্য করেছেন উদয়নিধি। মহন্তের কথায়, সনাতন ধর্ম নিয়ে উনি যা যা বলেছেন তার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। না হলে কঠোর শাস্তি পাবেন। আমি নিজে হাতে শিরোচ্ছেদ করব। তাঁর দাবি ১০০ কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন ডিএমকে নেতা। এই হুমকির মুখে পড়ে দক্ষিণের নেতা বলেছেন তিনি এর জন্য বিন্দুমাত্র বিচলিত নন।

কিছুদিন আগে সনাতন অ্যাবুলেশন কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন উদয়নিধি। সেখানেই তিনি বলেন, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির বিলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না, নির্মূল করি। ঠিক এভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। সনাতন শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।

হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আমলা সহ ২৬২ জন বিশিষ্ট নাগরিক উদয়নিধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিজেআই’কে চিঠি লিখেছেন। তাদের বক্তব্য ঘৃণার ভার্সনে অভিযুক্ত তামিলনাড়ু নেতা। শাহিন আব্দুল্লাহ মামলায় সুপ্রিম কোর্ট, সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছিল, এই ধরনের ঘটনায় অপেক্ষা না করেই স্বতপ্রণোদিত পদক্ষেপ করতে হবে। সেই নিয়মেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *