কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: আবাস যোজনার টাকা থেকে দিতে হয়েছে কাটমানি, তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেবের ভাই বিক্রম অধিকারীর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৎপর হয়েছে বিজেপি, তারা রবিবার ঘাটালের বিভিন্ন এলাকায় পোস্টারিং করেছে। ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক দল। খোদ সাংসদের ভাইকে যদি কাটমানি দিতে হয় দলের নেতাদের, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? তা সহজেই অনুমান করা যায় বলে বিরোধী রাজনৈতিক মহলের মতামত।
এই বিষয়ে বিজেপি নেতা স্বরূপ মাইতি বলেন, সাংসদের ভাই বলেছেন পার্টি অফিসের পিছনে এই ধরনের কুকর্ম হয়। মন্ত্রী শিউলি সাহাকে বলেও কোনো সমাধান হয়নি। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। আবাস যোজনা থেকে সবকিছুতেই নেতাদের টাকা দিতে হয়। অর্থাৎ তুমি খাও আমাকেও দাও, এই নীতি নিয়ে চলে তৃণমূল।