আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ ফেব্রুয়ারি: স্কুল ও কলেজ ছাত্রীদের আত্মহত্যা রুখতে ও নারী পাচার বন্ধ করতে এক সচেতনতা মূলক কর্মশালা হল জলপাইগুড়ি শহরের রবীন্দ্রভবনে। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো এছাড়া জেলার চাইল্ড লাইনের প্রতিনিধিরা।
এদিনের কর্মশালার নাম দেওয়া হয়েছে সেমিনার অন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেন্স। উল্লেখ্য, প্রায় দিনই বিভিন্ন জায়গায় স্কুল ও কলেজের ছাত্রীদের অস্বাভাবিক মৃত্যু ঘটছে। বেশিভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেম ভালোবাসা আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন মানসিক চাপ। এর জন্য স্কুল কর্তৃপক্ষকে ছাত্রীদের নিয়ে কাউন্সেলিং করা প্রয়োজন বলে জানালেন চেয়ারপার্সন। অন্যদিকে বর্তমান সময়ে মোবাইল কিংবা স্যোশাল মিডিয়ায় আসক্ত হয়ে পরছে ছাত্রীরা। সেখান থেকে বিভিন্ন প্রলভনে পা দিয়ে অপরাধ জগতে প্রবেশ করেন পড়ুয়ারা। এই কারণে প্রত্যেক বিদ্যালয়ে স্যোশাল মিডিয়ার ভালো ও খারাপ গুণ তুলে ধরে কর্মশালা হওয়া দরকার সপ্তাহে একদিন করে এমনটাই জানালেন চেয়ারপার্সন। তিনি বলেন,”অল্প বয়সের মেয়েরা আত্মহত্যা করে জীবনটা শেষ করে দিচ্ছে। যাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। এমন কয়েকটি ঘটনা নজরে এসেছে। এই কারণে স্কুল, প্রশাসন সকলকে মিলে কাজ করতে হবে। স্যোশাল মিডিয়ারকে বয়কট বলতে পারবো না, তবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে ভালো দিক গ্রহণ করতে হবে। এই নিয়ে স্কুলে স্কুলে সচেতনতা শিবির করা প্রয়োজন। এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও হোমের মেয়েরা ছিল।”