আমাদের ভারত, শিলিগুড়ি, ২৪ আগস্ট: পথ দুর্ঘটনা রুখতে তৎপর রাজ্যের পরিবহন দপ্তর। এ বিষয়ে মানুষকে আরো সচেতন করতে ও ট্রাফিক আইন বিস্তারিত আকারে তুলে ধরতে শিলিগুড়িতে একটি কর্মশালার আয়োজন করল রাজ্য পরিবহন দপ্তর। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তি। বুধবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উত্তরবঙ্গের আট জেলার পরিবহন দপ্তরের আধিকারিক স্কুল দপ্তরের ডিআই ও পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, খড়্গপুর আইআইটির একটি বিশেষজ্ঞ দল এই কর্মশালাতে প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে পথ দুর্ঘটনাকে কমিয়ে মানুষের মৃত্যু রোখা যাবে তা নিয়ে আলোচনা করেন।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সচেতন করতে সেভ ড্রাইভ সেফ লাইফ একটি কর্মসূচি নিয়েছেন। তার ফল যাতে সর্বত্র ভালোভাবে দেখা যায় ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমানো যায় তার জন্যই এই প্রচেষ্ঠা করা হচ্ছে।