সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৯ এপ্রিল: শুধু মুখে জনসচেতন প্রচার নয়, সবজি বিক্রেতাদের হাত জীবাণু মুক্ত করে মাস্ক তুলে দিচ্ছে পুরুলিয়ার একটি স্বেচ্ছাসেবি সংস্থা। কয়েক দিন আগে থেকেই পুরুলিয়ার কাশীপুর হাট বাজারে স্যানিটাইজার ও মাস্ক হাতে নিয়ে বিক্রেতাদের কাছে তুলে দিছেন ওই সংস্থার সদস্যরা।
মানবিক আস্থা ফাউন্ডেশন নামে ওই সংস্থার সদস্যরা এক মাস আগে কাশীপুরে কোভিড নিয়ে সচেতনামূলক প্রচার চালান। দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁরা লক্ষ্য করেছিলেন হাটে বাজারে প্রচুর জনসমাগম ঘটছে।হাতের ছোঁয়া লাগছে আনাজ, টাকায়। সবে মিলে ব্যস্ত ওই সবজি বিক্রেতারা তাঁদের হাত জীবাণু মুক্ত করার সুযোগ পাচ্ছেন না। অনেকে বিষয়টি আমলও দিচ্ছিলেন না। উদ্যোগী সংস্থার সদস্যরা ওই সবজি বিক্রেতাদের হাতে স্যানিটাইযার দিয়ে জীবাণু মুক্ত রাখার অভ্যাস তৈরি করেন। তাঁদের আশা এই ভাবে সবজি বিক্রেতারা নিজেরা সচেতন হবেন।