গ্রামীন বিকাশ ব‍্যাঙ্কের সচেতনতা পদযাত্রা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: 
ব‍্যাঙ্কের জনসেবামূলক পরিষেবা সংক্রান্ত  বিষয়ে এবং বিভিন্ন আর্থিক দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন করতে ব‍্যাঙ্কের আধিকারিক, কর্মী এবং গ্রাহকরা পথে নামলেন। রবিবার সকালে “সজাগ ভারত, প্রগতিশীল ভারত”, এই স্লোগান সামনে রেখে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহে তারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব‍্যাঙ্কের মেদিনীপুর রিজিওন‍্যাল অফিস, মেদিনীপুর শাখা ও রাঙামাটি শাখার যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা করেন।

বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহা বিদ্যালয় সংলগ্ন ব‍্যাঙ্কের রিজিওন‍্যাল অফিস থেকে এই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পদযাত্রা থেকে জনগণকে ব‍্যাঙ্কের বহুবিধ ঋণদান প্রকল্প, জনসেবা মূলক প্রকল্প, কৃষি ঋণ, মহিলা স্বনিযুক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ নানা বিষয়ে​ অবগত করানোর পাশাপাশি দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন করা হয়।  কর্মসূচিতে ছিলেন ব‍্যাঙ্কের রিজিওন‍্যাল ম‍্যানেজার অমল গাঙ্গুলি, দেবাশীষ মহাপাত্র প্রমুখ। ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *