অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৩ ফেব্রুয়ারি: ভোকেশনাল কোর্সের শিক্ষার্থীদের কর্মদক্ষতা অনুযায়ী ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করল ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম থানা বালিকা বিদ্যাপীঠ। সোমবার স্কুলের উদ্যোগে এবছর প্রথম এই সচেতনতা কর্মসূচিতে কারিগরি শিক্ষা দফতরের বিভিন্ন অধিকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা ছাত্রছাত্রীদের মধ্যে বর্তমান সময়ে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে অনুধাবন করানোর চেষ্টা করেন।
পাশাপাশি এদিনের কর্মসুচিতে স্কুলের পড়ুয়ারা নৃত্য, সঙ্গীতের মতো সাংস্কৃতিক কলাকুশল পরিবেশ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, ভারপ্রাপ্ত শিক্ষিকা কাকলি চক্রবর্তী সহ কারিগরি শিক্ষা দফতরের আধিকারিকরা।