জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ মার্চ:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বালিচুয়া বিদ্যাপীঠ হাই স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু অধিকার ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নানা মনোজ্ঞ অনুষ্ঠানে শিশু ও তাদের অভিভাবকদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে কুরকুট নাট্যগোষ্ঠী একটি নাটক উপস্থাপন করে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) শ্রী ধীমান বড়াই, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্রী অবনিত পুনিয়া, শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী শুভব্রত মণ্ডল, ভারপ্রাপ্ত অধিকারীক সমাজ কল্যাণ দপ্তর শ্রীমতি দীপান্বিতা পাত্র, সমষ্টি উন্নয়ন আধিকারিক ঝাড়গ্রাম ব্লক, শ্রী বরেন্দ্র নাথ বন্দোপাধ্যায়, বিডিও বেলপাহাড়ি ব্লক, ব্লক সভাপতি শ্রীমতি রাহালা হাঁসদা, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পুরুষোত্তম মণ্ডল, জেলা শিশু সুরক্ষা অধিকারী রাজা দাস, ইন্সপেক্টর ইনচার্জ বেলপাহাড়ি থানা, শ্রী বিশ্বজিৎ বিশ্বাস এবং বালিচুয়া বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী তরুণ মন্ডল।