স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১০ ফেব্রুয়ারি: ছাত্র-ছাত্রীদের বর্তমান প্রযুক্তির সম্বন্ধে সচেতন করার জন্য করা হচ্ছে বিশেষ সাইবার অ্যাওয়ারনেস প্রশিক্ষণ শিবির। এই শিবিরের আয়োজন করে আইসি কৃষ্ণনগর পুলিশ জেলা সাইবার ক্রাইম পুলিশ থানা এবং ওসি কৃষ্ণনগর উইমেন পুলিশ থানা এবং কৃষ্ণগঞ্জ থানা।

মূলত বিভিন্ন সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা এবং বিশেষ করে মেয়েদের বিভিন্ন রকম সাইবার ক্রাইম এবং সাইবার ইন্টারনেট সম্পর্কিত যাবতীয় সঠিক তথ্য প্রদান এবং সচেতনতা করাই প্রশাসনের মূল উদ্দেশ্য। সেই কারণে এদিন নদীয়া জেলার চন্দননগর আরডিপি স্কুল এবং কে সি গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করলো পুলিশ প্রশাসন।

