জে মাহাতো, মেদিনীপুর, ২৬ জুন: গড়বেতা ৩ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করেছে চন্দ্রকোনা রোড রাজপথের টিম অভিষেকl সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি বলে জানান উদ্যোক্তারা।
দিনদিন যুব সমাজ তথা সমাজের বিভিন্ন অংশের মানুষ যেভাবে বিভিন্ন নেশাগ্রস্ত হচ্ছে, সেইসব মানুষ যাতে সুস্থ সমাজে ফিরে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে হাতে লাগায় সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মিছিল। এদিন চন্দ্রকোনা রোড ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের বাসস্ট্যান্ডে শেষ হয়।
মিছিলে ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সাগর মন্ডল, সুশান্ত সিং, চিন্ময়ী সাহা সাইদুল্লাহ মন্ডল আবুল ফজল সাহা সহ অন্যান্য নেতারাl