নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ আগস্ট : এইডস রোগীদের সম্পর্কে সমাজের মনোভাব পাল্টাতে হবে। এই বার্তা নিয়ে শনিবার স্বাধীনতা দিবসে বেহালায় কর্মসূচি নিয়েছে রোটারি ক্লাব অফ কলকাতা ম্যাজেস্টিক। স্বেচ্ছাসেবী সংস্থাটি এইডস আক্রান্ত রোগীদের নিয়ে এদিন সকালে সচেতনতা কর্মসূচি নয়। এইডস কখনই ছোঁয়াচে নয়। এইডস রোগীরা আমার, আপনার মতোই সকলের সঙ্গে কাজ করতে পারে বলে জানালেন স্বেচ্ছাসেবি সংস্থার সভাপতি বুলবুল কুন্ডু।
তিনি বলেন, এইডস রোগ কিভাবে হয় তা আগে সমাজের সর্বস্তরের মানুষের জানতে হবে। তাহলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া মানুষের সম্ভব বলে জানালেন বুলবুল কুন্ডু। এইডসের মতো রোগে আক্রান্তরা এদিন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। পাশাপাশি এদিন বেহালায় সংস্থার সদস্যরা বৃক্ষরোপন করেন। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন করা হয়েছে বলে জানিয়েছেন বুলবুল কুন্ডু।