সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মে: পুরুলিয়ার জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে কোভিড ১৯ সম্পর্কে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। রবিবার স্থানীয় জয়পুরী স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রাঙ্গণে শিবিরটি অনুষ্ঠিত হয়। কোভিড ১৯ সম্পর্কে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আচরণ বিধি ও স্বাস্থ্য বিধি সম্পর্কে অবহিত করা হয় অংশ গ্রহণকারী সদস্যাদের।
শিবিরের পর স্বয়ম্ভর গোষ্ঠীর দুঃস্থ সদস্যাদের হাতে খাদ্য সামগ্রী ও মাস্ক তুলে দেওয়া হল। শতাধিক মহিলা সদস্যাদের ওই সামগ্রী তুলে দেওয়া হয়।