Awareness camp, Purshura, স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির এসডিপিও ও পুরশুড়া থানার পুলিশের

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৫ এপ্রিল: আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উদ্যোগে ও পুড়শুড়া থানার পুলিশের আয়োজনে সাইবার ক্রাইম সচেতনতা বিষয়ে একটি শিবিরের আয়োজন করা হয়। স্বয়ংসিদ্ধা, বাল্যবিবাহ এবং সামাজিক প্রতিরোধ রক্ষা ও তার পাশাপাশি সাইবার জালিয়াতির বিরুদ্ধে কী কী করণীয় ও কী কী করণীয় নয় তা নিয়ে শুক্রবার পুড়শুড়া থানার ভাঙ্গামোড়ার একটি হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ৩০০ থেকে ৪০০ জন ছাত্রছাত্রীরা এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে।

স্বয়ংসিদ্ধা, বাল্যবিবাহ, ক্রমবর্ধমান সাইবার অপরাধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় এই শিবিরে। হাজির ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পুড়শুড়া থানার ওসি শুভজিৎ দে, আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপিয়া বিশ্বাস, এছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা। এই সচেতনতা শিবিরে বাল্য বিবাহ, পাশাপাশি সাইবার জালিয়াতির বিরুদ্ধে কী কী করা উচিত তা নিয়ে আলোচনা করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। অন্যদিকে পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে এবং আরামবাগ মহিলা থানার আধিকারিক পাপিয়া বিশ্বাস বিভিন্ন ধরনের প্রতারণার বিষয় নিয়ে আলোচনা করেন।

স্কুলের ছাত্র-ছাত্রীদের বক্তব্য, পুলিশ কাকুরা ও পুলিশ দিদিরা আলোচনায় বলেন কোনভাবেই প্রতারণার ফাঁদে যেন না পড়ি। তাই আমাদের নিয়ে সচেতনতা শিবির করেন। আমরা ভীষণ ভাবে খুশি হয়েছি। এই সচেতনতা শিবিরটি আয়োজন করায় ছাত্রছাত্রীদের অভিভাবকরাও খুবই খুশি হয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *