আমাদের ভারত, মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: ফের অটো ও টোটোর সংঘাত বাধল মেদিনীপুরে। দু’পক্ষের সংঘাতের জেরে শনিবার দুপুরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকল শহরের ব্যস্ত এলাকা কেরাণীতলা।
এদিন যাত্রী তোলা নিয়ে গোলমাল বাধে দু’পক্ষের। এরজ্যেরে অটো চালকরা দুটি টোটো নিয়ে পালিয়ে যায়। এর ফলে গোলমাল আরো ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে টোটো দুটি উদ্ধার করে এবং পরিস্থিতি সামাল দেয়।