আমাদের ভারত, ২৬ অক্টোবর: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ স্টেশনের নাম বদলে যাচ্ছে। শনিবারই এই বদলের কথা ঘোষণা করেছে দক্ষিণ মধ্য রেল। জানাগেছে, দক্ষিণ মধ্য রেলের নানদের ডিভিশনের ঔরঙ্গাবাদ স্টেশনের নাম বদলে হচ্ছে ছত্রপতি সম্ভাজি নগর। এ খবর জানানো হয়েছে রেলের তরফে।
এর ফলে মহারাষ্ট্র থেকে সরকারিভাবে মুছে গেল ঔরঙ্গাবাদ নামটি। ২০২১ সালে উদ্ধব সরকারের আমলে শুরু হয় এই নাম বদলের প্রক্রিয়া। বিরোধীদের বাধায় সেই সময় এ কাজ সম্পূর্ণ করতে পারেননি তিনি। এরপর সরকার পড়ে যায়। ২০২৩ সালের শিন্দের মুখ্যমন্ত্রীত্বে ঔরঙ্গাবাদের নাম বদলে হয় ছত্রপতি সাম্ভাজি নগর। এবার বদলে যাবে স্টেশনের নাম। স্টেশনের নাম নতুন কোড হবে সি পি এস এন।
গত ১৫ অক্টোবর ঔরঙ্গাবাদ স্টেশনের নতুন নামকরণের জন্য গেজেট নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার।
সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গজেব বিরোধী হাওয়া উঠেছিল। সেই সময়ে রেলস্টেশনের নাম বদলের বিষয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে সাধারণ মানুষ। এই শহরের সঙ্গে মারাঠা ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িত। এ শহরের সঙ্গে জুড়ে আছে অজন্তা ইলোরার মতো গুরুত্বপূর্ণ স্থান। স্থানীয় মানুষ মনে করছেন নাম বদলের মাধ্যমে মারাঠাই ইতিহাস আরও ভালোভাবে সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে।

