আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর: “পিসি, পশ্চিমবঙ্গের হিন্দুদের গর্দভ মনে করে।” মুখ্যমন্ত্রীর নাম না করে এভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু সোমবার এক্সবার্তায় লিখেছেন, “ওঁর হিসেবে, রাজ্যের ত্রিশ-পয়ঁত্রিশ শতাংশ মুসলিম ভোট তো কোঁচড়ে আছেই! তার উপরে উল্টোপাল্টা বকে যদি আর দশ-পনের শতাংশকে বোকা বানিয়ে তাদের ভোটটা আনতে পারি তাহলে আবার পাঁচ বছর পশ্চিমবঙ্গকে চুষে ছিবড়ে করে দেওয়া যাবে।”
অপর একটি এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “মমতার এই ঐতিহাসিক উক্তিটি আমার চোখ এড়িয়ে গিয়েছিল। পিসি বিহার-ঝাড়খন্ডকে ভয় দেখাচ্ছেন, উনি মাধ্যাকর্ষণকে কাঁচকলা দেখিয়ে ভাটি থেকে উজানে জল ঠেলে দেবেন! এদিকে নিউটন সাহেব যে কবরে শুয়ে খাবি খাচ্ছেন!
হে বঙ্গ! ভাণ্ডারে তবে বিবিধ রতন!”

