Arjun Singh, BJP, বাঙালি হিন্দুদের সহানুভূতি পেতে রাজপথে নামছেন পিসি-ভাইপো, কটাক্ষ অর্জুন সিংয়ের

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ জুলাই: বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর বেশ কিছু রাজ্যে হামলার ঘটনা সামনে এসেছে। আর তার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন। এবার এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বলে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

নারী নির্যাতন, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, কসবায় আইন কলেজে গণধর্ষণ-সহ একাধিক ইস্যুতে আজ কাঁকিনাড়া বাজারে দলের তরফে এক সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় হাজির হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ভিন রাজ্যে কোথাও বাঙালি হিন্দুদের হেনস্থা করা হচ্ছে না। শুধুমাত্র জেহাদি, রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড চেক করা হচ্ছে। আগামীকাল পিসি ভাইপোর মিছিল আসলে ভোট ব্যাঙ্কের লক্ষ্যে বাঙালি হিন্দুদের থেকে সহানুভূতি অর্জনের চেষ্টা। ওই মিছিলে হাঁটবে যত তোলাবাজ, মাদক বিক্রেতা এবং জেহাদি, রোহিঙ্গারা। এমনকি সিভিক ভলান্টিয়াররাও মিছিলে হাঁটবেন। তাঁর সাফ বক্তব্য, উত্তরকন্যা অভিযানকে মমতা ব্যানার্জি গুরুত্ব দিতে চাইছেন না। কিন্তু সেদিন উনি বুঝে যাবেন, কত ধানে কত চাল।

এদিনের সভায় হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, ভাটপাড়া-২ মন্ডল সভাপতি সুরজ কুমার সিং, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও সঞ্জয় সিং, বীজপুরের যুব নেতা সুদীপ্ত দাস, সন্তোষ রায়, বর্ষীয়ান শ্রমিক নেতা ওঙ্কার নাথ সাউ, মৌ গুপ্তা, রাজু শ্রীবাস্তব, বিনয় মন্ডল, ভরত যাদব, দীপক সাউ, রাজ বিশ্বাস, উমেশ রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *