স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ অক্টোবর: রাজ্য সরকারের আর্থিক অনুদান ও নিজেদের সদস্যপদের টাকায় স্বল্প বাজেটে আকর্ষণীয় পুজো উপহার দিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দক্ষিণ বীরনগরের ” বিপ্লবী” ক্লাব দুর্গাপুজো কমিটি। করোনা সংক্রান্ত রাজ্য সরকারের সমস্তরকম নিয়মবিধি মেনে এবারে ৫২ তম দুর্গোৎসব করছে তারা।
স্যানিটাইজিং চ্যানেল গেট, মাস্ক বাধ্যতামূলক করার পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা হয়েছে এই পুজোয়। ভিড় যাতে না হয় সেজন্য করা হয়েছে ক্যালেন্ডার প্যান্ডেল। থার্মোকলের তৈরি দুর্গা প্রতিমা দিয়েই তৈরি করা হয়েছে খোলা মন্ডপ। করোনা আবহে দুরাবস্থায় পড়া এলাকার দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে পুজো কমিটির পক্ষ থেকে বিতরণ করা হয়েছে নতুন বস্ত্র।