নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:
সুভাষচন্দ্র বসুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। শুক্রবার কলকাতায় আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে এইভাবে নাম না করে কংগ্রেসকে দিলেন খোঁচা অমিত শাহ। নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধা জানতে ভারত সরকারের তথ্য– সংস্কৃতি মন্ত্রকের এক অনুষ্ঠানে যোগদিয়ে তিনি এই অভিযোগ করেন।
অমিত শাহ বলেন, শত চেষ্টা করেও সুভাষ চন্দ্র বসুর নাম ভোলাতে পারেনি। সুভাষ বসুর দেশপ্রেম সুভাষবাবুকে মনে রাখতে বাধ্য করেছে। ওঁনার কাজ ও আদর্শ আমাদের আজও অনুপ্রাণিত করে। তাই ওঁনাকে দেশবাসী কখনোই ভুলবে না।
কেন্দ্রীয় তথ্য-সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি আর্ট গ্যালারির উদ্বোধন করেন অমিত শাহ। পাশাপাশি নেতাজি সুভাষ স্মরণে একটি সাইকেল যাত্রার উদ্বোধন করেন তিনি। এই সাইকেল যাত্রা রাজ্য জুড়ে ৯০০ কিলোমিটার ঘুরবে। সাইকেল যাত্রার উদ্বোধন করে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ব্যক্ত করেন অমিত শাহ। তিনি বলেন, সুভাষ বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্র একটা কমিটি গঠন করেছে। এই কমিটি দেশজুড়ে তাঁর আদর্শ প্রচার করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।