সাথী দাস, পুরুলিয়া, ১৬ ফেব্রুয়ারি: পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভার দিন ছিঁড়ে ভাঙ্গার চেষ্টা করা হল বিজেপির ‘নীতি যাত্রা’র তোরণ। জেলার রঘুনাথপুর বিধানসভার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত শাখা অঞ্চলের সাঁকা রেল গেটের সামনে ওই তোরণটি বানানো হয়েছিল। ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি।
দলের জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “তোরণ ভাঙ্গলে বিজেপি ভাঙে না, আরও শক্তিশালী হয়। তৃণমূল এই ধরনের কাজ করছে। কারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গিয়েছে। তাই প্রশাসনকে দিয়ে দলীয় সভা করতে হচ্ছে তাদের। আগামী ভোটে তৃণমূল নয়, প্রশাসনের সঙ্গে বিজেপির লড়াই হবে বলে মনে হচ্ছে।”

গ্রামের ভোট সামনেই। আর সেই লড়াইয়ে কোমর বেঁধে নামছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের জন কল্যাণমুখী প্রকল্পের প্রচারের সঙ্গে সঙ্গে এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘নীতি যাত্রা’ পুরুলিয়ায় সূচনা করবে বিজেপি। পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি জানান, ১৯ ও ১৫ ফেব্রুয়ারি নীতি যাত্রা কর্মসূচি চলবে। এরই অঙ্গ হিসেবে জেলার ঝালদা, রঘুনাথপুর, হুড়া এবং বলরামপুর থেকে পদযাত্রার সূচনা হবে। ঝালদা থেকে নেতৃত্ব দেবেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিধায়ক নরহরি মাহাতো। রঘুনাথপুরে দুই বিধায়ক বিবেকানন্দ বাউরি ও নদিয়ার চাঁদ বাউরি, হুড়ায় বিধায়ক কমলাকান্ত হাঁসদা ও সুদীপ মুখার্জি এবং বলরামপুর থেকে পদযাত্রার নেতৃত্ব দেবেন বিধায়ক বানেশ্বর মাহাতো। এছাড়াও রাজ্য নেতৃত্ব বিদ্যাসাগর চক্রবর্তী ও জেলা নেতৃত্বরা নেতৃত্বে থাকবেন। ২০ ফেব্রুয়ারি পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সমবেত হবে। সেখানে বড় মাপের জনসভা হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

