জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট:
শালবনি থানার কর্ণগড়ে তিনশ বছরের মহামায়া মন্দিরে দুষ্কৃতীদের চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার রাতে মন্দিরের দরজা ভাঙ্গার পরে ভেতরে প্রবেশ করে এবং মন্দিরের ভেতরের দরজার দুটি তালা ভাঙ্গে। কিন্তু ভেতরে আরেকটি সাটারের তালা ভাঙ্গতে না পারায় অবশেষে সকল চেষ্টা ব্যর্থ হয় দুষ্কৃতিদের। বৃহস্পতিবার সকালে মন্দিরের পূজারী এসে দেখেন মন্দিরের তালা দুটি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এরপর বিষয়টি মন্দির কমিটির লোকজনদের জানানো হলে তারা লপুলিশ প্রশাসনে খবর দেন। শালবনি থানার আইসি গোপাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে মন্দির কমিটি পুলিশ প্রশাসনের কাছে মন্দিরের নিরাপত্তা দাবি জানায়।