আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ মার্চ: গতকাল বৃহস্পতিবার কলাইকুন্ডার বায়ুসেনা বাহিনী বম্বিং প্র্যাকটিস করার সময় নিশানা ভুল করে একটি বম্ব ঝাড়গ্রামের রাজবাঁধ এলাকার চাষের জমিতে ফেলে দেয়। তারপরেই আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। এরপর বায়ুসেনা বিভাগের কর্মীরা দ্রুত এসে এলাকাটি ঘিরে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করে।
বিমানবাহিনীর বোম্বিং মহড়ার জন্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার দুকুন্ডি এলাকাতে নির্দিষ্ট করে দেওয়া একটি স্থান রয়েছে। সেখানে বোমা নিক্ষেপ করে নিজেদের মহড়া প্র্যাকটিস করেন এয়ারফোর্স বাহিনীর জওয়ানরা। বৃহস্পতিবারও তাই হচ্ছিল। তখনই বাহিনীর বিমান থেকে ছোঁড়া একটি বোমা নিশানা ভুল করে বোম্বিং এলাকা থেকে আড়াই কিলোমিটার দূরে গিয়ে চাষের জমিতে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় চাষের জমিতে কেউ ছিলেন না। নতুন রোয়া ধানের জমিতে কাদাতে বোমাটি সজোরে পড়ে যায় এবং ২৫ ফুট গভীরে ঢুকে যায়। কৃষকরা দূর থেকে দেখতে পেয়ে আতঙ্কে দৌড়ে পালিয়ে যান।
গ্রামবাসীদের কাছে খবর পেয়ে সাঁকরাইল থানা বিষয়টি এয়ারফোর্স স্টেশনে জানান। তারপরই সেখান থেকে বাহিনী এসে এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও বোমাটি গভীর গর্ত থেকে তুলতে পারেনি বাহিনী। ফলে সন্ধার পরে কর্মী নিয়োগ করে সারারাত পাহারার ব্যবস্থা করা হয়। আজ শুক্রবার সকাল থেকে এয়ারফোর্স বোম্ব স্কোয়াডের পক্ষ থেকে একটি দল এসেছে প্রয়জনীয় ব্যবস্তা নিচ্ছেন তারা, তবে চারদিকে জলা জমি এবং ধান রোয়া থাকায় শুক্রবারও বোমাটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশ ও বায়ুসেনা বাহিনীর পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে জমি থেকে বোমাটি উদ্ধার করে নেওয়ার।