আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা: ২৮ হাজার টাকার ৫৬টি ৫০০ টাকার জাল নোট দিয়ে সোনার দোকান থেকে গয়না কিনতে গিয়ে ধরা পড়ল এক প্রতারক। শনিবার বারাসাত নবপল্লি পোস্ট অফিসের কাছে ২৮৫০০ টাকা দামের সোনার গয়না কিনতে এসেছিলেন এক প্রতারক। বারাসাতের নবপল্লিতে সোনার দোকানে দোকানদার সঞ্জয় মজুমদারকে গ্রাহক সেজে আসা ওই প্রতারক বলেন, দু জোড়া সোনার কানের দুল কিনবেন তিনি। ২৮৫০০ টাকা দুবার গুনে ওই প্রতারক প্রথমে দোকানদারের হাতে দেন। সেই সময় টাকা গুলি আসল ছিল। ওই সোনার জিনিস ব্যাগে ভরে ফের টাকা আরেকবার গুনতে টাকা ফেরত চান গ্রাহক সেজে থাকা ওই প্রতারক। তার পরেই টাকা পাল্টে আবার একটা নকল টাকার বান্ডিল দোকানদারকে দেন ওই গ্রাহক। তাতেই সন্দেহ হয় দোকানদারের। ইতিমধ্যে ওই প্রতারক বাইকে উঠে বেড়িয়ে যাওয়ার চেস্টা করে। তৎক্ষনাৎ তাকে ধরে ফেলেন সোনার দোকানের মালিক।
দোকানদারের দাবি, ওই ব্যক্তি দ্বিতীয় বান্ডিলে ২৮০০০ হাজার টাকা জাল টাকার ৫০০ নোট দিয়েছে। স্থানীয়রা এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে। এরপর ওই প্রতারককে মারধর দেন উত্তেজিত জনতা। তাকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখে সকলে। খবর দেওয়া হয় বারাসত থানায় পুলিশকে। জাল টাকা সহ ওই প্রতারককে আটক করে পুলিশ। ওই ব্যক্তির নাম মুন্না খান বলে জানা গেছে। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় বলে পুলিশ জানিয়েছে।