আমাদের ভারত, হুগলী, ২১ অক্টোবর: প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে মহিলাকে ধর্ষণ করার চেষ্টা। দুজনকে আটক করলো পান্ডুয়া থানার পুলিশ। ঘটনায় আরও এক জন পলাতক। তিন অভিযুক্তের নাম বিকাশ সরেন, বিমল মান্ডি, সুরাই মান্ডি। মঙ্গলবার রাত ন টার সময় পান্ডুয়া ব্লকের খন্যান পশ্চিমপাড়া এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, পশ্চিমপাড়ার শেষ প্রান্তে একটি কবরস্থান রয়েছে। মঙ্গলবার রাতে ঐ কবরস্থানের পাশ দিয়ে বেশ কয়েকজন যুবক যাওয়ার সময়, কবরস্থানের ভিতর থেকে এক মহিলার চিৎকার শুনতে পায়। তড়িঘড়ি সকলে ঐ কবরস্থানের ভেতরে ঢুকে দেখে এক মানসিক ভারসাম্যহীন মহিলা ভিক্ষুককে জোর করে ধর্ষণের চেষ্টা করছে তিন যুবক। হাতেনাতে এক জনকে ধরে ফেললেও পালিয়ে যায় অন্য দুই যুবক। ঘটনার কথা জানিয়ে খবর দেওয়া হয় পান্ডুয়া থানায়। পুলিশ মানসিক ভারসাম্যহীন মহিলাকেও উদ্ধার করে এবং প্রথমে অভিযুক্ত বিকাশ সরেন ও পরে সুরাই মান্ডি নামে দুজনকে আটক করা হয়। অপর অভিযুক্ত বিমল মান্ডি পলাতক। পুলিশের সামনে সমস্ত কুকর্মের কথা স্বীকার করে বিকাশ সরেন । পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।