স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ সেপ্টেম্বর: পাওনা টাকা না পাওয়ায় উত্তেজিত হয়ে গলায় ছুড়ি মেরে খুনের চেষ্টা করল এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে ব্যাপক গণপিটুনি দেয়। জখম মহম্মদ আলি খুরশীদ ও জ্যোতিষ বর্মন দুজনকেই গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার শিবরামপুর এলাকার। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুরশিদ আলি নামের এক ব্যক্তির কাছ থেকে জ্যোতিষ বর্মন ২০ হাজার টাকা নিয়েছিলেন। খুরশিদ আলির অভিযোগ, বহুদিন ধরে পাওনা টাকা চাইলেও দিচ্ছিল না জ্যোতিষ বর্মন। শুক্রবার রাতে খুরশিদ জ্যোতিষের কাছে পাওনা টাকা চাইতে গেলে সে দিতে অস্বীকার করে। দুজনের মধ্যে চরম বিবাদ বেঁধে যায়। অভিযোগ, আচমকাই খুরশিদ জ্যোতিষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জ্যোতিষ। স্থানীয় বাসিন্দারা আততায়ী খুরশিদ কে ধরে ফেলে ব্যাপক গণপিটুনি দেয়। জখম অবস্থায় দুজনকেই রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
ছবি: অভিযুক্ত ব্যক্তি।