ট্যাক্সি চালককে খুনের চেষ্টা, অভিযুক্তদের গণধোলাই স্থানীয়দের

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৮ আগস্ট: ভাড়া বেশি চাওয়ায় ট্যাক্সি চালককে ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টা দুই যাত্রীর। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে গুরুতর আহত দুই অভিযুক্ত যাত্রী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার নীলকুঠি এলাকার। আহত ট্যাক্সি চালক সহ দুই যাত্রী গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাক্সি চালক সুরেশ যাদবের দাবি, কলকাতার পিজি হাসপাতাল মোড় থেকে দুই যাত্রী আমতলাতে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করে পরে আমতলায় পৌঁছে গেলেও ওই দুই যাত্রী রাজা বেগ ও আরফাজ আলি ট্যাক্সি চালককে আরো কিছুটা পথ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে সেই মত ট্যাক্সি চালক গাড়ি নিয়ে রওনা দিলে বেশ কিছুটা যাওয়ার পর উস্থি থানার নীলকুঠির কাছে ট্যাক্সি চালক গাড়ি থামিয়ে দেয়। এরপরেই দুই যাত্রী তাদের কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে মারধর করতে থাকে ট্যাক্সি চালককে। ট্যাক্সি চালকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দুই অভিযুক্ত যাত্রীকে ধরে চলে গণ ধোলাই। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় ট্যাক্সি চালক ও দুই অভিযুক্তকে উদ্ধার করে বানেশ্বর পুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায় উস্থি থানার পুলিশ। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা যায়, দুই অভিযুক্ত যাত্রী মগরাহাট থানা এলাকার ঝিনকির বাসিন্দা। তারা কলকাতা থেকে দর্জির কাজ করে বাড়ি ফিরছিল। বর্তমানে আহত ৩ ব্যক্তি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *