মল্লারপুরে হাতুড়ে চিকিৎসককে খুনের চেষ্টা

আশিস মণ্ডল, রামপুরহাট, ১১ নভেম্বর: দুষ্কৃতীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক হাতুড়ে চিকিৎসক। তার বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয়েছে। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি ওই চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে, বীরভূমের মল্লারপুর থানার কামড়াঘাট এলাকায় হাজিপুর যাওয়ার রাস্তায়।

হাতুড়ে চিকিৎসকের নাম অলোক কুমার রায়। তার একমাত্র ছেলে পড়াশোনার জন্য বাইরে থাকে। বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকেন ওই চিকিৎসক। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ তিনজন মুখে গামছা বেঁধে তার বাড়িতে আসে। দরজা ধাক্কা দিয়ে ডাকে। বাড়ির বাইরে বের হলে তারা জানায় কামড়াঘাটে মারুতিতে রোগী আছে। হৃদরোগে আক্রান্ত হয়েছে। দেখতে যেতে হবে। যেতে না চাওয়ায় প্রথমে একটি বোমা ছোঁড়ে। ভয়ে বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করলে আরও দুটো বোমা মারে। তাতে দরজা ক্ষতিগ্রস্থ হয়। বোমার আওয়াজে প্রতিবেশীরা জেগে উঠলে দুষ্কৃতীরা পালিয়ে।
অলোকবাবু বলেন, “আমি দরজা খুলে বাইরে এসে রোগীর খোঁজ করলে বলে কামড়াঘাটে গাড়িতে রয়েছে। সেখানে আমি যেতে না চাইলে বলে খুনের জন্য আমরা সুপারি নিয়েছি। তোকে মেরে ফেলব”। অলোকবাবু বলেন, “দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে ছিল। তবে কথাবার্তা শুনে মনে হচ্ছে ওরা মুর্শিদাবাদের লোক। কেউ ভাড়া করে ওদের নিয়ে এসেছে। তবে কেন খুন করতে এসেছিল বলতে পারব না। কারন আমার কোনও শত্রু নেই। বিষয়টি পুলিকে জানিয়েছি”। তবে এনিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *