আশিস মণ্ডল, রামপুরহাট, ৭ নভেম্বর: এ টি এম থেকে চুরির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল তিন দুষ্কৃতীকে। ধৃতরা রামপুরহাট থানার শ্রীকৃষ্ণপুর পাখুরিয়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একজন পলাতক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে রামপুরহাট ডাকবাংলা মোড়ে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমের ভল্ট ভেঙ্গে টাকা চুরির চেষ্টা করে চার দুষ্কৃতী। কিন্তু বিকট শব্দে বাড়ির মালিক জেগে যাওয়ায় তারা সফল হয়নি। ঘটনার পর পুলিশ রাস্তার ধারে থাকা সরকারি সিসিটিভি দেখে চারজনকে শনাক্ত করে। এরপর শ্রীকৃষ্ণপুর পাকুরিয়া গ্রাম থেকে পুলিশ রাহিবুল মোল্লা, ইয়াসিন শেখ ও সাহিন মোল্লাকে গ্রেফতার করে সন্ধ্যার দিকে। পলাতক নাসিক শেখ।
ধৃতদের নিয়ে এদিন ঘটনার পুনঃনির্মান করে রামপুরহাট থানার পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার বলেন, “ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তবে এটিএম ছিনতাই এই প্রথম। তাই ওরা টাকা রাখার ভল্ট ভাঙ্গতে পারেনি। ওরা ঢালাই পাথর দিয়ে ভল্ট ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু বাড়ির মালিক জেগে যাওয়ায় বাইরে দাঁড়িয়ে থাকা দুজন ধীরে ধীরে হেঁটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর এটিএমের ভিতরে থাকা দুজনও পালিয়ে যায়। চারজনই হেঁটে এসেছিল বলে সিসিটিভি দেখে পুলিশ জানা গেছে।”