আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জানুয়ারি: তৃণমূল নেতা খুনের চেষ্টা, তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। বসিরহাট মহাকুমার ন্যাজাট থানার দুই নম্বর বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামের ঘটনা।
জানাগেছে, বছর চল্লিশের সুন্নত আলী মোল্লা এলাকার সক্রিয় তৃণমূল নেতা। আজ বৃহস্পতিবার সকাল নটা নাগাদ তাঁর নিজের মেছো ঘেরিতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় ৬ থেকে ৭ জনের সশস্ত্র দুষ্কৃতীর দল তাঁকে লক্ষ্য করে কাছ থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ওই তৃণমূল নেতার ডান পায়ে চারটে বা পায়ে পাঁচটে গুলি লাগে। পাশাপাশি তার মাথায় গুলি করা হয়েছে বলে অভিযোগ আক্রান্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের।
এই ঘটনা প্রকাশ্য দিবালোকে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ন্যাজাট ও মিনাখা থানার পুলিশ গিয়েছে। আক্রান্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত পরিবারের দাবি, হাবিবুর রহমান ওরূপে বাচ্চা খোকন কুখ্যাত দুষ্কৃতী তার দলবল পরিকল্পনা করে সশস্ত্র হামলা চালিয়েছে। রাজনৈতিক কারণে খুনের চেষ্টা, না মেছোঘেরি দখলকে কেন্দ্র করে তার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। এলাকায় বিশাল পুলিশবাহিনী রয়েছে।