প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৪ জুলাই: দুষ্কৃতী তান্ডবের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমবাগান এলাকায়। একটি জমি ও বাড়ি দখলকরাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী ঐ এলাকার কয়েকটি দোকান ভাঙ্গচুর করে ও তৃণমূল কর্মীদের বাইক ভাঙ্গচুর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ঐ দুষ্কৃতীর এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেবার জন্য তৃণমূল পার্টি অফিসে সামনে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। সেই সময় পার্টি অফিসে থাকা তৃণমূল কর্মীর আতঙ্কে বাইরে বেড়িয়ে আসলে তাদের ওপর ও দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ।
এই দুষ্কৃতী তান্ডবের পেছনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথাও উঠে আসছে। পঞ্চায়েত সদস্য সোমা কর্মকার ও লাল্টু দাস নাম অভিযোগ করেন, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস তৃণমূল নেতা লালন পাসোয়ানের অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার ফলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। তবে তৃণমূল নেতা উত্তম দাস তাঁর বিরুদ্ধ আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
এই ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।