গান্ধীমূর্তির পাদদেশে ধর্নার পরেই বিজেপি কর্মীদের উপর বাড়ছে আক্রমণ, অভিযোগ দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ সেপ্টেম্বর : ৪ সেপ্টেম্বর ধর্নার পরেই রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ শুরু হয়েছে। সোমবার এক ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণপুরে বিজেপির মহিলা কর্মীকে গুলি করা হয়েছে। শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরাই বিজেপি কর্মী রাধারানি নস্করকে গুলি করেছে। বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে তিনি গুরুতর অবস্থায় ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি এরপর বলেন, ৪ সেপ্টেম্বর গণতন্ত্র রক্ষার দাবিতে কলকাতার গান্ধীমূর্তিতে অবস্থানের পর আক্রমণ আরও বাড়ছে। গত কয়েকদিনে সন্দেশখালিতে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। দলীয় অফিস ভাঙ্গা হয়েছে। উত্তর ২৪ পরগনার খড়দায় আমাদের কর্মীকে গুলি করা হয়েছে। কালনায় বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে। প্রতিদিন আমাদের কর্মীদের উপর এমন আক্রমনের কথা শুনতে হচ্ছে। সরকার মনে হয় ভয় ছড়ানোর কৌশল রাজ্যজুড়ে জারি করতে চাইছে। তাই এমন ঘটনা প্রতিদিন ঘটছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তবে এমন ঘটনা ঘটিয়ে বিজেপিকে আটকানো যাবে না বলেও এদিন জানান দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *