আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: মদ্যপ যুবককে গুরুদোয়ারায় ঢুকতে বাধা দেওয়ায় প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা গুরুদুয়ারার মহারাজের উপর। হামলার ভয়ানক দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে।
জানাগিয়েছে, বছর পাঁচেক ধরে এই গুরুদুয়ারায় কাজ করত বলবির সিং নামে এক ব্যক্তি। মদ্যপান করে গুরুদুয়ারার ভিতরে অশালীন আচরণ করায় দিন কয়েক আগে তাকে গুরুদুয়ারা থেকে বার করে দেয় গুরুদুয়ারা কমিটি। এরপর রাগে গুরুদুয়ারার মহারাজ সত্যনাম সিংয়ের ওপর প্রাণঘাতী হামলা চালায় ওই ব্যক্তি। ঘটনার পর গুরুদুয়ারা কমিটির তরফে চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ। ফুটেজটি খতিয়ে দেখেই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চন্দ্রকোনা টাউনের এই গুরুদুয়ারাতে।