স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২ জুলাই:
আমফানের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে দুর্নীতির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়িতেই হামলা। হামলা চালানোর অভিযোগ উঠল শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
গয়েশপুর পঞ্চায়েতের প্রধান সকিলা বিবি ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য প্রাপকদের থেকে কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। এই কাটমানির পরিমাণ ১০ হাজার টাকা বলে প্রাপকরা অভিযোগ তুলেছেন। স্থানীয় কিছু যুবক এর প্রতিবাদ করে প্রধানের বাড়ির সামানে বিক্ষোভ দেখায়। তাঁরা টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছিল। সেই কারণে বুধবার রাতে তাদের বাড়িতে হামলা চালায় প্রধানের অনুগামীরা বলে অভিযোগ। ঘটনায় বৃহস্পতিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। এব্যাপারে প্রধানকে ফোন করলে তিনি ফোন ধরেননি।