আমাদের ভারত, ২ জুলাই: রথ যাত্রার পরের দিনই পুরীর গুন্ডিচা মন্দিরে ভাঙ্গচুর চালানোর ঘটনা ঘটলো। মন্দিরের রান্নাঘরে এই ভাঙ্গচুর চালানো হয়েছে বলে জানা গেছে। শনিবার গুন্ডিচা মন্দিরের রান্নাঘরে প্রায় কুড়িটি উনুন ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। রথযাত্রা রাতেই দুষ্কৃতীরা মন্দিরের ভেতরে ঢুকে এই তাণ্ডব চালিয়েছে বলে অনুমান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তদের মধ্যে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুরীর মন্দির কর্তৃপক্ষ।
শুক্রবার জগন্নাথধাম থেকে রথে চেপে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি পৌঁছেছেন জগন্নাথ দেব, বলরাম দেব, দেবী সুভদ্রা। সেখানে আগামী ৭ দিন তাঁরা থাকবেন। এই উপলক্ষে গুন্ডিচা মন্দিরের রান্নাঘরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তিন দিন আগে গুন্ডিচা মন্দিরের রান্নাঘরে রান্নার জন্য ওই উনুনগুলো ব্যবহার করা হয়েছিল। আগামী ৭ দিন ধরে ওই উনুনগুলিতেই ভোগ রান্না হবার কথা। কিন্তু দুষ্কৃতী হামলার কারণে উনুনগুলি নষ্ট হয়েছে।
এর আগে এপ্রিল মাসে পুরীর ঐতিহ্যবাহী মন্দিরে একই রকমের বিপত্তি ঘটেছে। শতাব্দী প্রাচীন উনুন ধ্বংস এবং মন্দিরের গায়ে ফাটল ধরে। এ ঘটনায় অশুভ ছায়ার অনুমান করেছিলেন ভক্তরা। ফলে জগন্নাথ টেম্পেল হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছিল তারা। উনুন ভাঙ্গচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয় এক দুষ্কৃতীকে।
এপ্রিল মাসে মন্দিরের ভেতর ৪৯টির বেশি মাটির উনুন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতী বিরুদ্ধে। দ্বাদশ শতাব্দীতে তৈরির প্রাচীন এবং পবিত্র উনুনগুলি ভেঙ্গে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল। পুরীর মন্দিরে রান্নাঘরের দক্ষিণ-পূর্বে রাখা ছিল ওই মাটির উনুনগুলি।

