আমাদের ভারত, ১৭ আগস্ট: বৃহস্পতিবার রাতে হাওড়ার উদয়নারায়ণপুরের বিজেপি কর্মী অভিজিত রায়ের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত, চিকিৎসাধীন অভিজিত রায়ের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন বিজেপি নেতা তথা সিংহবাহিনী সংগঠনের প্রধান নেতা দেবদত্ত মাজি।

বিজেপি নেতা দেবদত্ত মাজি নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জানান। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গুন্ডা ও জিহাদিরা পরিকল্পনা করে অভিজিৎ রায়কে হত্যার চেষ্টা করছে। হকি স্টিক ও ক্রিকেট ব্যাট দিয়ে তাকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। এরফলে মাথা, কোমর ও পেটে গুরুতর চোট পেয়েছেন
অভিজিতবাবু বলে জানিয়েছেন দেবদত্তবাবু। খবর পেয়ে গুরুতর আহত অভিজিৎ রায়কে দেখতে হাসপাতালে ছুটে যান দেবদত্তবাবু।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দেবদত্ত মাজি। তিনি লিখেছেন, “পরশু রাতে, হাওড়ার উদয়নারায়ণপুরের বিজেপি কর্মী অভিজিত রায়কে তৃণমূল কংগ্রেসের গুন্ডা ও জিহাদিরা একটি পরিকল্পনা অনুযায়ী হত্যা করার উদ্দেশ্যে হামলা চালায়। একা পেয়ে তার ওপর এই হামলা চালানো হয়। তারা হকি স্টিক এবং ক্রিকেট ব্যাট ব্যবহার করে তাকে আঘাত করে। তারা তাকে নির্মমভাবে লাথি মারে, যার ফলে তার পেট, মাথার পেছনের অংশ এবং কোমর অঞ্চলে গভীর চোট লেগেছে।”

এই ঘটনায় তৃণমূলের বিধায়ক সমীর পাঁজা এবং স্থানীয় এক তৃণমূল নেতা ভোলা সামুই রয়েছে বলে দাবি করেছেন দেবদত্ত মাজি। কারণ অভিজিৎ রায়কে এরা আগে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। দেবদত্তবাবু লিখেছেন, “স্থানীয় বিধায়ক সমীর পাঁজা এবং একজন স্থানীয় তৃণমূল দালাল ভোলা সামুই কয়েকদিন আগে অভিজিতকে হত্যার হুমকি দিয়েছিল। এই ঘটনা পরশু রাতে ঘটে উল্লেখিত হুমকির কয়েকদিন পরেই।”
দেবদত্ত মাজি বলেন, কয়েক বছর ধরে তিনি অভিজিতকে চেনেন। তিনি তার চিকিৎসা সংক্রান্ত সব বিষয়ে জানতে হাসপাতালে গিয়েছিলেন। বিজেপি নেতা আশ্বস্ত করেছেন, অভিজিত রায়ের পরিবার এবং স্থানীয় কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেসের অপরাধীরা বলপূর্বক এই পরিস্থিতি তৈরি করছে। আমি তাদের সতর্ক করছি, আমরা শুধু মোমবাতির মিছিল করব তা না, বরং সঠিক সময়ে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবো।”

