আমাদের ভারত, ৩ নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি ছিঁড়ে নেওয়া নিদান দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই দিনহাটাতে আক্রান্ত হল নিশীথ বাবুর কনভয়।
বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে সিতাইয়ের সিঙ্গিমারি এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ বেধে যায়। কোনক্রমে দু’পক্ষকে আলাদা করে পুলিশ। তবে কেন্দ্রীয় মন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তৃণমূলের এই হামলায় পুলিশি মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে নতুনহাটে যাচ্ছিলেন নিশীথ বাবু। তাকে লক্ষ্য করে তৃণমূল সমর্থকরা ইট ছোড়ে বলে অভিযোগ।
পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি সমর্থকরাও। তারাও ইট ছুড়তে শুরু করেন।কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে দেখে ময়দানে নামে পুলিশ। দু’পক্ষকে কোনক্রমে সরিয়ে দেয় তারা।
এরপর ফের যাত্রা শুরু করে নিশীথ বাবুর কনভয়। কি করে কেন্দ্রীয় মন্ত্রীর পূর্ব নির্ধারিত যাত্রাপথে হামলা হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরও প্রশ্ন উঠেছে হামলা হতে পারে জেনেও ঘটনাস্থল থেকে কেন তৃণমূল কর্মীদের সরায়নি পুলিশ?
এর আগে অক্টোবরে একটি দলীয় সভায় উদয়ন গুহ বলেছিলেন, লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক জয়ী হবার পর আর এলাকার সাধারণ মানুষের খোঁজ রাখেননি। তাই এবার পঞ্চায়েত নির্বাচন থেকে তৈরি থাকতে হবে। পঞ্চায়েত নির্বাচনকে ভর করে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি গোঁফ উপড়ে ফেলতে হবে। তারপর নিশীথের কনভয়ে এই হামলা। ফলে এই যে জল অনেক দূর গড়াবে তা বলাই বাহুল্য।