স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ নভেম্বর: এলাকায় সাট্টা ও জুয়ার ঠেক এবং দুষ্কৃতীদের তোলাবাজির প্রতিবাদ করায় দিতে হল মাশুল। রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিবাদীর বাড়িতে হামলা দুষ্কৃতীদের।প্রতিবাদীকে না পেয়ে তার এক আত্মীয়কে ব্যাপক মারধর দুষ্কৃতীদের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের আগুনেশ্বরী এলাকার বাসিন্দা অমিত বিশ্বাস এলাকায় দুষ্কৃতীদের তোলাবাজি ও হটাৎ গজিয়ে ওঠা একটি জুয়া ও সাট্টার ঠেক চালানোর প্রতিবাদ করেছিল। সেই অপরাধে বুধবার রাতে অমিতকে খুঁজতে তার বাড়িতে চড়াও হয় স্থানীয় কিছু দুষ্কৃতী। অভিযোগ, দুষ্কৃতিরা বাড়ির দরজায় লাঠি, ইট মারার পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলিও চালায়। এই ঘটনার প্রতিবাদ করতে এসে আক্রান্ত হন ওই বাড়িতে রাতে ঘুমাতে আসা এক যুবক। দুষ্কৃতিরা তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের মারে মাথা ফেটে যায় তার। পরে স্থানীয় মানুষজন ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে এলাকায় তদন্তে এসে পুলিশ বেশ কয়েকটি তাজা কার্তুজ ও গুলির খোল সংগ্রহ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।